স্মার্ট দিরাই-শাল্লা গঠনে নৌকায় ভোট দিন : সুয়েব চৌধুরী


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ৬:১০ অপরাহ্ন /
স্মার্ট দিরাই-শাল্লা গঠনে নৌকায় ভোট দিন : সুয়েব চৌধুরী

শাল্লা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ দিরাই-শাল্লা আসনে এমপি পদ প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আলামিন চৌধুরী)-কে  নৌকা প্রতীকে ভোট দিয়ে স্মার্ট দিরাই-শাল্লা গঠনের লক্ষে এবং নৌকার বিজয় নিশ্চিত করতে ভোটারদের বাড়ি বাড়ি  চষে বেড়াচ্ছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  সুয়েব আহমদ চৌধুরী।

তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সহ নানা বিষয়ে ব্যাপক উন্নয়ন করেছেন, আমাদের দিরাই-শাল্লা বাসীর প্রানের দাবি দিরাই-শাল্লা সড়ক যা সম্পন্ন হলে দিরাই-শাল্লার মানুষের ভোগান্তি শেষ হয়ে- জেলা, বিভাগ সহ দেশের বিভিন্ন স্থানের লোক জনের সাথে এলাকার যোগাযোগের বিপ্লব ঘটবে।

ফলে হাওর পাড়ের কৃষকগণ পাবে উন্নত যোগাযোগের জীবন ব্যবস্থা। কাজেই স্মার্ট হাওর অঞ্চল গড়তে, দিরাই-শাল্লার মানুষের ভোগান্তি শেষ করতে নৌকা কে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করতে হবে।

২৩ ডিসেম্বর শনিবার  শাল্লা উপজেলার কামাড়গাও, গবিন্দপুর, রৌয়া, খল্লি,  দাড়াইন বাজার, আনন্দপুর বাজার সহ বিভিন্ন স্থানে জননেতা চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরী পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে দিনভর গণসংযোগ করেন।

এসময় শাল্লা  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদার,  যুবলীগ সুব্রত দাস, দিগেন্দ্র চন্দ দাস, সুদিপ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা পঙ্কজ, ইকবাল, অনুকুল, ভানু চক্রবর্তী, জনি সরকার সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রমূখ নেতৃবৃন্দ উনার সঙ্গে ছিলেন।