সিলেট-১ আসনের নৌকা মনোনীত প্রার্থীকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উষ্ণ অভ্যর্থনা


sylnews24 প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ৪:১৪ অপরাহ্ন /
সিলেট-১ আসনের নৌকা মনোনীত প্রার্থীকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উষ্ণ অভ্যর্থনা

নিজেস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনের নৌকা মনোনীত প্রার্থীকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উষ্ণ অভ্যর্থনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড.এ.কে আব্দুল মোমেন-কে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,
জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীবৃন্দ।