শীতার্ত অসহায় মানুষ এই সমাজের অংশ। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক সংগঠন গুলোর ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সমাজের অসহায় এবং অবহেলিত একটি বড় অংশকে সহযোগিতা করা সম্ভব। তাই সমাজের সকলকে যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে হবে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধুমহল সিলেট আয়োজিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বন্ধুমহলের উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক এ টি এম এ হাসান জেবুল একথা বলেন।
২১ জানুয়ারী (শনিবার) বিকালে নগরীর সুবিদ বাজার পয়েন্ট ( ইস্টার্ণ থাই এলুমিনিয়াম) এর সামনে ও লাখাউড়া বাজারে বন্ধুমহল সিলেটের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করা হয়। বন্ধুমহল সিলেটের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানা শেখ। বন্ধুমহল সিলেটের সাধারণ সম্পাদক আখলাক উদ্দিন আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ সামাদ, সহ সভাপতি এডভোকেট আব্দুল মালিক, এম মখলিছ খান, সহ-সভাপতি মোঃ শফিক নূর, লিপি খান, মোঃ আব্দুর রহিম, আতিক রহমান, আমিনুল ইসলাম শিপু, রবিউল ইসলাম রবি প্রমূখ।
আপনার মতামত লিখুন :