শাল্লায় রঙ্গিন সবজির চারা বিতরণ


sylnews24 প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৩, ৭:৫৫ পূর্বাহ্ন /
শাল্লায় রঙ্গিন সবজির চারা বিতরণ

হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকে : শাল্লা উপজেলায় রঙ্গিন বাঁধকপি, ব্রকলি, স্কোয়াস, বেগুন, বাঁধাকপি ও ফুলকপি, পেঁপে, লেবু, পেয়ারার চারা ১২ নভেম্বর রবিবার উপজেলার ৪টি ইউনিয়নের প্রদর্শনীভুক্ত ৩৫ জন কৃষকের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসের উদ্যোগে রবি ২০২৩-২৪ মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে  সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিতরণ করা হয়েছে।

প্রদর্শনীভুক্ত কৃষকগণ  রঙ্গিন বাঁধাকপি, ব্রোকলি, স্কোয়াস, ফুলকপি, পেঁপের  নতুন চারা পেয়ে অনেক খুশি হয়েছেন।

উপজেলার আটগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের কৃষক  জরলাল দাসন্ত বলেন এই ১ম আমি রঙ্গিন বাঁধকপি চারা ও ব্রকলির চারা দেখলাম, আমি অনেক খুশি হয়েছি। আমি যত্নসহকারে চাষ করবো।

এই সম্পর্কে উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন শাল্লা উপজেলায় রবি মৌসুমে ৭২০ হে.  জমিতে শীতকালীন শাকসবজি চাষাবাদ করা হয়।

আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের নতুন জাতের সবজি ও চারা বিতরণ করেছি যাতে সবজী চাষে কৃষকের আগ্রহ তৈরি হয়।