শাল্লায় ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৩, ১:০৪ অপরাহ্ন /
শাল্লায় ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলতি বোরো মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা  হয়েছে।

১৫ ডিসেম্বর শুক্রবার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের উগদল বিল হাওরে ৩৩ নং পিআইসির কাজের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের শুরু হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  অমিতা রাণী দাস,শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও কাবিটা স্কীম প্রনয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি  মোঃ মন্ জুর আহসান জিসান।

শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন,  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) রিপন আলী, হাওর বাঁচাও আন্দোলন কমিটির শাল্লা শাখার সভাপতি ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের শাল্লা উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেন, উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,  উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, কৃষক প্রতিনিধি রঞ্জিত কুমার দাস, মৎস্য প্রতিনিধি হাবুল মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য টিপু সুলতান, ৩৩ নং পিআইসির কাজের সভাপতি সুরঞ্জিত সামন্ত, সদস্য সচিব বীরেন্দ্র চন্দ্র দাস সহ এলাকার প্রমুখ লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড  জানায়, এবার শাল্লা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৬টি হাওরে  মোট পিআইসির সংখ্যা ১৩০টি, দৈর্ঘ্য=৮৪.২৮৩ কিঃমিঃ,মোট বরাদ্দ=২২৬৯.৭৫ লক্ষ টাকা।

হাওরগুলো হলো কালিকোটা হাওর, ছায়ার হাওর, বরাম হাওর, উগদল বিল হাওর, বেড়া ডহর হাওর ও ভাণ্ডা বিল হাওর।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) রিপন আলী আরো জানান, ফসল রক্ষা বাঁধের এই কাজের জন্যে প্রাথমিক পর্যায়ে ১৩০টি স্কিম প্রস্তুত করা হয়েছে,
উক্ত প্রকল্পসমূহের কাজ ইনশাল্লাহ  আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমাপ্ত করা হবে।