শাল্লায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে ছাত্রদল


sylnews24 প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ন /
শাল্লায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে ছাত্রদল

স্টাফ রিপোর্টারঃ হাবিবুর রহমান হাবিব ও শাল্লা প্রতিনিধি নাঈম হোসেন, শাল্লা থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলায়  পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করেছে শাল্লা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ।

৮ আগষ্ট  বৃহস্পতিবার  তারা উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ারগাওঁ বাজার, কলেজ রোড, শহীদ মিনার, উপজেলা পরিষদ রোড, শাল্লা থানা রোড, খাদ্য গুদাম রোড ও উপজেলা সদরের বিভিন্ন স্থান পরিস্কার পরিচ্ছন্ন করে।

টিশার্ট গ্লাভস এবং মাস্ক পরে   ঝাড়ু হাতে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীগণ নিজেরাই পরিস্কার পরিচ্ছন্নের পাশাপাশি ব্যবসায়ীদের নিজ নিজ দোকানপাটের সামন পরিস্কার রাখার আহ্বান জানান।

পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে  উপজেলা ছাত্রদলের তারেক হাসান, মোঃ শহীদ মিয়া, সাঈদ হোসেন সাগর, এরশাদ হোসেন, তুফাজ্জল হক বাপন,  রাব্বুল হোসেন, হৃদয় মিয়া, সহ প্রমুখ অংশগ্রহণ করেন।