শাল্লায় কয়েক দিনের টানা বর্ষণে নিমজ্জিত হয়েছে ৫ হেক্টর জমির রোপা আমন ধান


sylnews24 প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ন /
শাল্লায় কয়েক দিনের টানা বর্ষণে নিমজ্জিত হয়েছে ৫ হেক্টর জমির রোপা আমন ধান

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : কয়েক দিনের টানা বর্ষণে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৫ হেক্টর জমির রোপা আমন ধান নিমজ্জিত হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার শাল্লায় ৪ হাজার ২১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে টানা বর্ষণে মঙ্গলবার, ১০ অক্টোবর পর্যন্ত ৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার জানিয়েছেন।

তিনি আরও জানান. যদিও শাল্লা হাওর এলাকা এবং এখানকার প্রধান ফসল বোরো ধান, তবুও উপজেলার বেড়াডহর, প্রতাপপুর, গ্রাম শাল্লা, মেদা, মুছাপুর, শ্বাসখাই, বিলপুর, মার্কুলী, টুক চাঁনপুর ও শাউদেরশ্রীসহ আশেপাশের এলাকায় পলি জমে ভরাট হওয়া জমিতে রোপা আমন ধান চাষ হয়ে থাকে।

শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস কয়েক দিনের টানা বর্ষণে এলাকায় রোপা আমন ধানের ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।

বেড়াডহর গ্রামের নারায়ণ চন্দ্র বৈষ্ণব জানান, তার পরিবারের রোপা আমন ধান লাগানো ১২ বিঘা জমির মধ্যে ৩ বিঘাই পানিতে ডুবে গেছে।