পাগল হাসান স্মৃতি সংসদ’র আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


sylnews24 প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন /
পাগল হাসান স্মৃতি সংসদ’র আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক : আজ ২৭শে এপ্রিল (শনিবার) সকাল ১১ ঘটিকায় পাগল হাসান স্মৃতি সংসদ এর আয়োজনে একআলোচনা মতবিনিময় সভা সিলেটের লামাবাজারস্থ আলী কমপ্লেক্স এর অস্থায়ী কার্যালয় অচীনপুরী স্টুডিওতে অনুষ্ঠিত হয়।

সংসদের আহ্বায়ক বিশিষ্ট চক্ষু চিকিৎসক দেশবরেণ্য কণ্ঠশিল্পী ডাঃ জহির অচীনপুরীর সভাপতিত্বে সদস্য সচিব শাহাদৎহোসেন লোলনের সঞ্চালনায় নিম্নলিখিত বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

.  প্রয়াত পাগল হাসানের আকস্মিক ইন্তেকালে দেশ বিদেশে বিভিন্ন ব্যাক্তি, গোষ্ঠী প্রতিষ্ঠান শোক প্রকাশ, দোয়া, মিলাদমাহফিল এর আয়োজন করেন।  স্মৃতি সংসদ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

. দেশ বিদেশের মেইনস্ট্রিম অনলাইন সংবাদ মাধ্যমগুলো যথাযথ গুরুত্ব সহকারে প্রয়াত পাগল হাসানের মৃত্যু সংবাদ প্রচারকরে। স্মৃতি সংসদ তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

. জাতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো মরহুম পাগল হাসানের গান নিয়ে অনুষ্ঠান  প্রচার করায় স্মৃতি সংসদ শোকরিয়া আদায়করেন। এভাবে ভবিষ্যতেও তারা পাগল হাসানের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

. পাগল হাসান স্মৃতি সংসদ গঠনের প্রাসঙ্গিকতা যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলেছেন বিষয়টিও আলোচিত হয়।জানানো হয়, বাংলাদেশের সংবিধান মতে সংগঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। প্রয়াত পাগল হাসানের যেকোনভক্ত তাঁর স্মৃতি সংরক্ষণে সংগঠন গড়ে তুলতে পারেন। পাগল হাসানের প্রতি শোক, আবেগ ভালোবাসাকে সাংগঠনিকশক্তিতে রূপান্তরিত  করতে এই সংগঠনের জন্ম হয়েছে।

সংক্ষিপ্ত পরিসরে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জেরসঙ্গীতাঙ্গনের আগ্রহী ব্যক্তিবর্গদের সমন্বয়ে প্রবাসী গুণগ্রাহীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে আলোচনা করা হয়।

সংগঠনের পরবর্তী কার্যক্রম হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়আগামী মে (শনিবার) সকাল ১০ ঘটিকায় সংগঠনের পক্ষথেকেএকটি দল মরহুম পাগল হাসানের কবর জিয়ারত তাঁর শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে ছাতকেরশিমুলতলা গ্রামে যাওয়া হবে।

এখানে উল্লেখ্য যে, পাগল হাসানের গান নিয়ে কোন উদ্যোগ তাঁর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের কোন উদ্যোগআপাততঃ নেওয়া হচ্ছে না। ভবিষ্যতে সময়ের প্রয়োজনে পাগল হাসানের আইনগত উত্তরাধিকারের সাথে আলোচনাক্রমেএতদ্সংক্রান্ত পরিকল্পনা গ্রহন করা হবে।

মরহুম পাগল হাসানের তাঁর পরিবারের আত্মসম্মান যাতে নষ্ট না হয় সেদিকে সকল মহলকে লক্ষ্য রাখতে অনুরোধ করা হয়।

আলোচনা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা গীতিকবি কামরুল চৌধুরী, কণ্ঠশিল্পী পথিক রাজু, গীতিকবি লেখক শাহ আলমগীর, সংবাদকর্মী আলমগীর আলম, সমাজকর্মী যন্ত্রশিল্পী জুয়েল আহমদ প্রমুখ।