নৈরাজ্যতায় এদেশের মানুষ ভীত সন্ত্রস্ত নয় : শাল্লায় শান্তি সমাবেশে আল আমিন চৌধুরী


sylnews24 প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ১:০৪ অপরাহ্ন /
নৈরাজ্যতায় এদেশের মানুষ ভীত সন্ত্রস্ত নয় : শাল্লায় শান্তি সমাবেশে আল আমিন চৌধুরী

শাল্লা থেকে নিজস্ব প্রতিনিধি : শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে- ২ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল শেষে উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তি সমাবেশ করেছেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।

শান্তি সমাবেশে শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনসাধারণ ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন দৃঢ় গতিতে এগিয়ে যাচ্ছে তখন একদল পরাজিত শক্তি, এরা ৭১ সালের পরাজিত শক্তির বংশধর, এরা দেশকে পিছনের দিকে নিয়ে যাবার জন্যই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেশের মানুষের সমর্থন না পেয়ে আমেরিকা, ইউরোপের মাধ্যমে বাঙালি জনগণকে পরাস্ত করায় লিপ্ত। ওরা বার বার প্রচারণায় লিপ্ত এরা মিটিং সমাবেশ করতে পারে না, কিন্তু আপনারা জানেন এদের আগুন সন্ত্রাস এবং সন্ত্রাসী কার্যকলাপের কারণে বাঙালি জাতির অনেক মানুষের প্রাণ গিয়েছে। এরা আবার সমাবেশ শুরু করেছে ২৮শে অক্টোবর শান্তি পূর্ণ সমাবেশের জন্য সমোদয় প্রস্তুতি শেষে পুলিশ এদের নিরাপত্তা বিধানের জন্য ব্যাস্ত এরকম সময়ে এদের পুরানো চরিত্র, এরা কিছু মানুষ একত্রিত হয়ে প্রথম হামলা চালায় প্রধান বিচারপতির বাসভবনে, এর পর বাসে আগুন ও অগ্নিসংযোগ করে পুলিশের ওপর হামলা করে হাসপাতালে অগ্নিসংযোগ করে বিভিন্ন গ্রেনেড নিক্ষেপ করে। আপনারা টিভিতে দেখেছেন পুলিশ সদস্যকে কি ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

শাল্লা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা আমাদের কে নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশের ঘরে ঘরে আমরা যেন শান্তি সমাবেশ করে সবাইকে আশ্বস্ত করতে পরি, কোন চক্রান্ত-কোন ষড়যন্ত্র বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারবে না। যারা বিএনপির নেতৃত্বে আছেন, আপনারা যারা স্বপ্ন দেখেন অবৈধ অগ্নি সন্ত্রাস ও আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকার পতন করবেন,আপনারা ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, আপনারা কোন সময় সরকার পতনের আন্দোলনে সফল হতে পারেন নাই। ৯০এর গণ আন্দোলন আওয়ামীলীগের নেতৃত্বে সফল হয়েছে, আপনারা ছিলেন সহযোগি।
আপনাদেরকে কয়েক বার আওয়ামীলীগের লগি, বৈঠা আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়েছে। আওয়ামীলীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি সেনা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমারা ৩০ লাখ শহীদের রক্তের এবং ২লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন করেছি। আমরা ৯০ এর গণ আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করেছি, ১/১১ এর সময় ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করে ছিলেন, আওয়ামীলীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা লগি-বৈঠা আন্দোলনের মাধ্যমে আপনাদের কে হঠিয়ে আবারো গণতন্ত্র ফিরে এনেছি। নৈরাজ্যতা, হাসপাতালে ভাঙচুর, পুলিশ হত্যার ঘটনায় এ দেশের মানুষ ভীত সন্ত্রস্ত নয়।আমেরিকার চোখ রাঙানিতে এদেশের মানুষ ভীত নয়, জন নেত্রী শেখ হাসিনা বার বার বলেছেন আসেন এদেশের ক্ষমতার বদল এদেশের জনগণের ভোটের মাধ্যমেই হবে ,কোন আন্দোলন ইশারায় নয়। এতএব আমরা আপনাদের কে আশ্বস্ত করতে চাই- জন নেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে শেখ হাসিনার সরকারকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আপনারা আসেন দেখেন দেশের মানুষ আপনাদের কে চায় কিনা, বাংলাদেশের এ প্রান্ত থেকে ওপর প্রান্তে সবখানে একটাই শ্লোগান শেখ হাসিনার সরকার বার বার দরকার।

শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস।

শান্তি সমাবেশে শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ সহ হাজারো জনসাধারণ উপস্থিত ছিলেন।