হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এবারও সুনামগঞ্জের শাল্লা উপজেলাধীন বাহাড়া ইউনিয়নের অন্তর্গত বাহাড়া গ্রামের পাশে অবস্থিত সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাল্লা উপজেলা তথা হাওর এলাকার বিখ্যাত সোমেশ্বরী মেলা।
প্রতি বছর চৈত্র মাসের প্রথম সোমবার সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে সোমেশ্বরী দেবীর পূজা উদযাপন উপলক্ষে এ মেলা প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।
উল্লেখ্য ১৫ মার্চ (রোববার) থেকে বাহাড়া গ্রামের পাশ দিয়ে বহমান দাড়াইন নদীর তীরে বেল, কুইশ্যাল (আখ) এর মেলার মধ্যে দিয়ে শুরু হয় এই ঐতিহাসিক মেলার।
এ মেলায় হাওর অঞ্চলের হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উৎসব মুখর পরিবেশে বেল, কুইশ্যাইল কিনে থাকেন।
সোমবার বসে হরেক রকমের দ্রব্যাদি সহ বিলাস সামগ্রীর মালামাল নিয়ে আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীদের দোকান।
মেলায় সোমেশ্বরী দেবীর পূজা উদযাপন উপলক্ষে মহিষ বলি হয়, এছাড়া ও নাগর দোলা, বিভিন্ন ধরনের কৃষি পন্যে বাহারি সৌখিন সামগ্রীর মালামাল উঠে এ মেলায়।
অতিথের ইতিহাস থেকে জানা যায় একসময় এ মেলায় রাতের বেলায় বসত জমজমাট জোয়া খেলার আসর, কয়েক বছর ধরে এখন আর জুয়ার আসর বসে না।
হাওর অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে পরিচিত এ মেলা প্রাচীন কাল থেকেই সুনামের সাথে অনুষ্ঠিত হয়ে আসছে।
আপনার মতামত লিখুন :