স্টাপ রিপোর্টার : শাল্লা উপজেলা নির্বাহী অফিসের কনফারেন্স রুমে ২১ জুন শুক্রবার উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক আলোচনা সভা শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান শর্বরী রানী মজুমদার,শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাইফুল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, সহকারী অধ্যাপক শাল্লা সরকারি ডিগ্রি কলেজ তরুণ কান্তি দাস, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, ব্র্যাক শাল্লা শাখা ম্যানেজার মিজানুর রহমান, স্থানীয় মিডিয়া কর্মী সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :