অনলাইন ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে এসে ধলাই নদীর পানির স্রোতে নিখোঁজ যুবক আব্দুস সালাম (২৩) নামের যুবকের লাশ ৪৪ ঘণ্টার পর নদী থেকে উদ্ধার করা হয়েছে।
৪ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়।
এরআগে গত রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর এলাকায় বেড়াতে গিয়ে নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ওই যুবক। ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে কোন সন্ধান পাননি।
আব্দুস সালাম (২৩) ঢাকার মিরপুর এলাকার মরহুম আবুল কালামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর থেকে ছয় বন্ধু মিলে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। দুপুরের দিকে সিলেটে পৌঁছে তারা পানিতে নামেন। বেলা আড়াইটার দিকে পানিতে সাতার কাটতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান সালাম। এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে সালামের সন্ধান পাওয়া যায়নি।
সালামের সঙ্গে আসা বন্ধু মো. সাজ্জাদ হোসেন জানান, তারা সবাই পানিতে নেমেছিলেন। তাদের মধ্যে সালাম কিছুটা গভীরে চলে গিয়েছিলেন। একপর্যায়ে সালাম পানির স্রোতে তলিয়ে যান। সালাম পেশায় ব্যবসায়ী বলে জানান সাজ্জাদ হোসেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় গণমনমাধমকে জানান, পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হলেও নিখোঁজ হওয়া ব্যবসায়ীর কোন সন্ধান মিলেনি। মঙ্গলবার নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যালের মর্গে পাঠায়।
আপনার মতামত লিখুন :