সাম্প্রতিক সহিংসতায় নিহতের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় মহানগর আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত


sylnews24 প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন /
সাম্প্রতিক সহিংসতায় নিহতের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় মহানগর আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত

সিলনিউজ ডেস্ক : সম্প্রতি ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামাতের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের মসজিদে দোয়া ও মোনাজাত করেছে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ জুলাই ২০২৪) বাদ জুম্মা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ নগরীর নয়াসড়ক জামে মসজিদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন রায়নগর বায়তুল বরাত জামে মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। তাছাড়া মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকায় ওয়ার্ডের মসজিদে দোয়া ও মোনাজাত করেন।

উল্লেখ, আগামী ২৮ জুলাই ২০২৪ রবিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী নগরীর বিভিন্ন মন্দির, মঠ, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।