সম্প্রীতির বন্ধন নিয়ে আমরা বসবাস করতে চাই : শাল্লায় আইন শৃংখলা কমিটির আলোচনা সভায় বক্তাগণ


sylnews24 প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ন /
সম্প্রীতির বন্ধন নিয়ে আমরা বসবাস করতে চাই : শাল্লায় আইন শৃংখলা কমিটির আলোচনা সভায় বক্তাগণ

হাবিবুর রহমান হাবিব (স্টাফ রিপোর্টার) : উপজেলা প্রশাসন শাল্লা সুনামগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৩ আগষ্ট মঙ্গলবার শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন (ভারপ্রাপ্ত) এর পরিচালনায়, দিরাই-শাল্লা ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মহিউদ্দিন ফারুকীর সভাপতিত্বে উপজেলা আইন শৃংখলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইন শৃংখলা কমিটির সভায় , শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট অবনী মোহন দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু, উপজেলা পরিষদের   মহিলা ভাইস চেয়ারম্যান শর্বরী রানী মজুমদার,  শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান,সহ ৪টি ইউনিয়ন পরিষদের  সদস্য-সদস্যাগন, সরকারি বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায়  আইন শৃংখলা, মাদক, জুয়া, ও দেশের চলমান পরিস্থিতির উপর আলোকপাত করে বক্তাগন বলেন আমরা হাওর এলাকার লোক, যুগ যুগ ধরে এখানে সম্পৃতি বজায় রেখে মিলে মিশে  বাপ দাদার আমল থেকেই বসবাস করে আসছি, আমাদের এখানে কোন সাম্প্রদায়িক হামলা হয়নি, আশা রাখি হবেও না।

অতি উৎসাহী কিছু ফেসবুক ইউজার আছে যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দেন, ওদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

সারা বাংলাদেশে যে অবস্থা ছিল সেই তুলনায় আমাদের এলাকা শান্ত ছিল, এখানকার মানুষ শান্তিপ্রিয়। আমাদের যে সম্পৃতির বন্ধন আছে সেটা যেন কেউ উস্কানি দিয়ে নষ্ট না করতে পারে, কেউ যাতে কোন প্রকার সুযোগ নিয়ে শাল্লা কে কলংকিত না করতে পারে সেই দিকে নজর রেখে একটি সুন্দর শাল্লা গঠন করে অতীতের ন্যায় মিলে মিশে থাকতে চাই।