স্টাফ রিপোর্টার ও শাল্লা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফলে গত ৫ আগস্ট সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগ করেছেন । সেই আনন্দে ৬ আগষ্ট মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শাল্লায় বিজয় উল্লাস করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেই সাথে শুরু হয় মিষ্টি বিতরনের ও হিড়িক, দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহি:প্রকাশ ঘটিয়েছেন বিক্ষোব্ধরা।
বিক্ষোব্ধরা উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ও মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধুর মোরাল ভাঙ্গচুর করেছেন, এছাড়াও উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ারগাওঁ বাজারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি যুক্ত ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছেন।
বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দরা জানান, তারা দীর্ঘদিন পর স্বস্তির নি:শ্বাস ফেলছেন। অন্যায়ভাবে প্রতিপক্ষকে নির্যাতন, নিপিড়ন, মামলা ও হামলায় আতঙ্ক, উদ্বেগ ও উৎকন্ঠায় সবার দিন কেটেছে। কেউ মুখ খোলে কথা বলতে পারেননি। এখন তারা মুক্ত হয়েছেন।
সবশেষে শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষুব্ধরা জড়ো হয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ছাত্র দলের আহ্বায়ক তারেক হাসান, সাবেক ছাত্রনেতা এরশাদ হোসেন ও বিএনপির অঙ্গসংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ।
অন্যদিকে পৃথকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম শাল্লা উপজেলা শাখার পক্ষ থেকেকেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ড. মাওলানা শুয়াইব আহমদ নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের শহীদ বীর যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেশের বৈষম্য রক্ষা করার জন্যে ও সংখ্যালঘুর উপর আক্রমণ না করার জন্য উদাত্ত আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :