স্টাফ রিপোর্টার : একসময় আমাদের হাওর অঞ্চলে বৈশাখ শেষ হতেনা হতেই পাড়ার যুবক ছেলেরা ফুটবল টিম বেঁধে এপাড়া ওপড়ার সাথে ফুটবল খেলত, ফুটবল খেলার মাঠ দর্শকে থাকত ভরপুর, এখন আগের মত ফুটবল খেলা হয়না। শিক্ষার পাশাপাশি খেলাধুলার বৃদ্ধি করতে হবে।
১ জুলাই সোমবার শাল্লা সরকারি কলেজ মাঠে হিরো ক্লাবের ৩৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে হিরো ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সদস্য সচিব বদর উদ্দিন এর টিমের মধ্যে ঘরোয়া লীগ শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলা শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট অবনী মোহন দাস প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন কালে অতিথের খেলাধুলার স্মৃতি চারণ করে করে এসব বলেন।
নির্ধারিত সময়ের মধ্যে একে অপরের মধ্যে জয়ের লক্ষ্য খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বীতা হলেও শেষ মুহূর্তে ০২-০২ গোলে খেলাটি ড্র হয়।
পরবর্তী বিজ্ঞ রেফারি উজ্জ্বল রায় ট্রাইবেকার দেন।
ট্রাইবেগারে ৩-১ গোলে বদর উদ্দিনের টিমকে পরাজিত করে সাইফুল ইসলামের টিম চ্যাম্পিয়ন হয়।
পরবর্তীতে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি শিক্ষক অনাদি তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী বনমালী সরকার, বাহাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে ২৪”টিভি ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
অনেক দিন পর এলাকায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় মাঠে দর্শক ছিল ভরপুর।
উল্লেখ্য উক্ত টুর্নামেন্ট মোট ৮টি দল অংশগ্রহণ করে ছিল।
আপনার মতামত লিখুন :