শাল্লা থানা পরিদর্শন করলেন সুনামগঞ্জের পুলিশ সুপা


sylnews24 প্রকাশের সময় : জুন ১৪, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন /
শাল্লা থানা পরিদর্শন করলেন সুনামগঞ্জের পুলিশ সুপা

হাবিবুর রহমান হাবিব,স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ শনিবার (১৪ জুন/৩১ জ্যৈষ্ঠ) বার্ষিক পরিদর্শনের আওতায় শাল্লা থানা পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শরিফুল হক সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার দুপুর ১টার দিকে শাল্লা থানায় পৌঁছলে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করে।

পুলিশ সুপার তার সঙ্গে আসা কর্মকর্তাগণ সহ শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, ইন্সপেক্টর-তদন্ত ওয়ালী আশরাফ খান ও অন্যান্য পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে নবনির্মিত পুলিশ ব্যারাক ও অফিসারদের জন্য নবনির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট পরিদর্শন এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় কালে তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন। সেই সাথে শাল্লা থানা পুলিশকে আইনশৃঙ্খলা সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।