শাল্লা উপজেলা প্রশাসনের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ


sylnews24 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন /
শাল্লা উপজেলা প্রশাসনের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে শুক্রবার (২১ ফেব্রুয়ারি/৮ ফাল্গুন) আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়ে নির্বাহী কর্মকর্তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও স্পৃহা কে বুকে ধারণ করে বাংলা ভাষার মর্যাদাকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত জামিল, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কালিপদ দাস, ইউ আর সি ইন্সাক্টর আনোয়ার হোসেন, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাল্লা উপজেলার যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাহাড়া দক্ষিণ হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা রাণীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।