সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধারাইন নদীর স্রোতে দুই সন্তানসহ এক মা ভেসে গেছেন। সোমবার ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭ টায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচের সড়ক দিয়ে আসছিলেন ঐ মা ও তার দুই সন্তান। এসময় তীব্র স্রোতে তারা ভেসে যান। তাদের উদ্ধারে স্থানীয় প্রশাসনসহ পুলিশ কাজ করছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।
শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরীর জানান, খবর পেয়ে তাৎক্ষণিক নিখোঁজদের সন্ধানে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :