শাল্লার সাউধের শ্রী এলাকার বোর ধান ব্লাষ্ট রোগে আক্রান্তে কৃষকের স্বপ্নে আঘাত


sylnews24 প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন /
শাল্লার সাউধের শ্রী এলাকার বোর ধান ব্লাষ্ট রোগে আক্রান্তে কৃষকের স্বপ্নে আঘাত

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) : শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের অন্তর্গত সাউধের শ্রী এলাকার বোর ধান ব্লাষ্ট রোগে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে, ২২ এপ্রিল সোমবার  সরজমিনে পরিদর্শনে গেলে  হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য বর্তমান নিহার রঞ্জন দাস, কৃষক-  হরকুমার চৌধুরী, জগদীশ দাস,   সেন্টু রঞ্জন দাস, হরকুমার চৌধুরী, রান্টু চন্দ্র দাস, সরকুমার চৌধুরী, রুবেল সরকার, রাজ কুমার চৌধুরী, অরুণ চন্দ্র দাস, পরেশ দাস, গণেশ দাস, প্রবীর দাস, মলিন দাস, রঞ্জিত দাস, মকুল দাস, শংকর দাস, অলক দাস, রাম পদ দাস,  সুশান্ত চৌধুরী সহ সাউধের শ্রী এলাকার অনেক কৃষক সাংবাদিকদের জানান- বড় বন, বারের বন, জরাইন্না বন, মঠের কান্দা বন, মাইজের কান্দা বন সহ এখানে প্রায় শতাধিক ক্ষেরের উপরে জমি আছে, এই হাওর গুলোর বিভিন্ন স্থানে জমির ধান ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়েছে, এতে করে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সাথে কথা হলে তিনি বলেন বোরো ধান ব্লাষ্ট রোগে আক্রান্ত হওয়ার সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে, কৃষকদের বিভিন্ন কিট নাশক ও ঔষধ ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।