হাবিবুর রহমান-হাবিব, (শাল্লা-সুনামগঞ্জ) থেকে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলাধীন হবিবপুর ইউনিয়নের পুটকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোম চাঁদ দাস চলে আর নেই।
৪ অক্টোবর বুধবার ভোরে উনার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উনি বেশ কয়েক বছর যাবত ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন, মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮১ বছর ।
মৃত্যুকালে- স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শাল্লা উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন এর উপস্থিতিতে, শাল্লা থানার এস আই আবদুল আলীমের নেতৃত্বে শাল্লা থানার একদল চৌকস পুলিশ সদস্য এ মহান বীর মুক্তিযোদ্ধাকে সকাল ১০ টায় উনার নিজ বাড়িতে শাল্লা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ, এলাকার প্রমূখ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর পুটকা গ্রামের শ্মশান ঘাটে এ মহান বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :