স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলাধীন ১নং আটগাঁও ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ করলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
২৩ জুন রবিবার আটগাঁও ইউনিয়নের ৬৩ পরিবারের মাঝে ১ মেট্রিক টন চাল ও ১৮০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলা উদ্দিন সরেজমিন পরিদর্শন করে গরিব ও অসহায় পরিবারের মাঝে আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে সাথে নিয়ে এসব চাল বিতরণ করেন।
তিনি বলেন, শাল্লার নিম্নাঞ্চলের মানুষ এখন পানিবন্দী, এখানকার মানুষের যোগাযোগে নেই কোন উন্নত ব্যবস্থা। তাই খাবারের জন্য ৬৩ টি পরিবারে ১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছোট পরিবারে ১০ কেজি আর যাদের পরিবারে লোকসংখ্যা বেশি সেইসব পরিবারে ২০ কেজি হারে চাল দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :