শাল্লা (সুনামগঞ্জ ) প্রতিনিধি : ২০০৪ সালের ২১শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে নিহত সকল শহীদদের স্মরণে শাল্লায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে সেচ্ছাসেবক লীগ নেতা অজয় তালুকদারের সঞ্চালনায় ২১ আগস্ট সোমবার
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, আওয়ামীলীগ শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী,
উপজেলা আওয়ামীলীগ নেতা শ্যামাপ্রসাদ দাস, একরাম হোসেন, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, শাল্লা ইউনিয়ন পরিষদের সদস্য নিখিল চন্দ্র দাস, উত্তম দাস, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাজু মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্যা মনোয়ারা খাতুন সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :