হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৪ঠা নভেম্বর ২০২৩ শনিবার সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শাল্লায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উপলক্ষে উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে সমবায় সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা পরিষদ গণমিলনয়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, এডভোকেট দিপু রঞ্জন দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুল মুহিত এর সার্বিক পরিচালনায় ও সহকারী শিক্ষিকা চম্পা রাণী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক সহ এলাকার সমবায়ি নেতৃবৃন্দ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :