শাল্লায় শেখ রাসেল দিবস পালিত


sylnews24 প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৩, ৮:৪৯ পূর্বাহ্ন /
শাল্লায় শেখ রাসেল দিবস পালিত

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ

“শেখ রাসেল দীপ্তিময়
নির্ভীক নির্মল দূর্জয়”
এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস ২০২৩ উৎযাপিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে এক শোভাযাত্রা শেষে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সজিব হাওলাদারের সঞ্চালনায় উপজেলা পরিষদ গণমিলনয়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন।

বক্তাগণ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে ১০ নিহত বছরের শিশু শেখ রাসেলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান সৃষ্টিকর্তার নিকট তার আত্মার মাগফেরাত কামনা করে বিস্তর বক্তব্য রাখেন।

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শেখ রাসেল স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে এলাকার গনমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ প্রমূখ শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন বলে জানা যায়।