শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩১ অক্টোবর মঙ্গলবার মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরে মিছিল শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস।
বক্তাগণ গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-জামায়াতের হরতাল নৈরাজ্যর প্রতিবাদ করে আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর আলোকপাত পাত করে আসন্ন জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিস্তর বক্তব্য রাখেন।
এছাড়া সমাবেশে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পিযুষ চৌধুরী, হবিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুধীর রঞ্জন দাস, শাল্লা ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মহিত মিয়া, আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, শাল্লা ইউনিয়ন পরিষদের সদস্য হারুন মিয়া, সিরাজ মিয়া, আটগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের নেতা হুমায়ূন কবির, দীগেন্দ্র চন্দ্র দাস সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :