শাল্লায় বিএনপি-জামায়াতের হরতাল নৈরাজ্যর প্রতিবাদে মিছিল ও শান্তি সমাবেশ


sylnews24 প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন /
শাল্লায় বিএনপি-জামায়াতের হরতাল নৈরাজ্যর প্রতিবাদে মিছিল ও শান্তি সমাবেশ

শাল্লা থেকে নিজস্ব প্রতিনিধি : গত ২৮ অক্টোবর শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে নৈরাজ্য, গাড়িতে অগ্নিকাণ্ড, পুলিশকে হত্যা করার প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।

উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) এর বাসভবনের সামনে থেকে ২৮ অক্টোবর রবিবার মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মিলিত হয়।

পরে সেখানে শাল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ মহিত মিয়ার সভাপতিত্বে ও সেচ্ছা সেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে সারা দেশে বিএনপি-জামায়াতের ও হরতাল নৈরাজ্যর প্রতিবাদে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, আওয়ামীলীগ নেতা পংকজ চৌধুরী,
আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার, যুলীগ নেতা লাল আমিন তালুকদার, সেচ্ছা সেবক লীগের সম্মানিত সদস্য পলাশ সরকার পল্টু, ছাত্রলীগ নেতা শামীম আহমেদ, পলাশ চৌধুরী।

এছাড়া শান্তি সমাবেশে আওয়ামীলীগ নেতা শামা প্রসাদ দাশ, একরামুল হক, হারুন মিয়া, নূর ইসলাম, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ জহির মিয়া,

যুবলীগ নেতা সোহেল আহমদ, ফেনী ভূষণ সরকার, ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুয়েল মিয়া, লুৎফর রহমান মাসুম, অসীম কুমার দাস, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোফাজ্জল আহমেদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।