হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জেলা পরিষদ ডাক বাংলোয় ২৫ সেপ্টেম্বর বুধবার মতবিনিময় করেছেন হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি।
তিনি তার পুরনো রাজনৈতিক সহকর্মীদের সাথে দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দলের জন্য কাজ করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মিফতা উদ্দিন চৌধুরী রুমী বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একজন রাজনিতিবিদ ও সাবেক বিচারপতি। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে বিএনপির এমপি ছিলেন।
বিএনপি কর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ভবিষ্যতে দল যাকে মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের জন্য কাজ করে যাব।
এসময় উনার সাথে আগত জেলা বিএনপির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাইদুল হোসেন চৌধুরী, দিরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব মাফুজ চৌধুরী সহ শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রমূখ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :