শাল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত


sylnews24 প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন /
শাল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

মোঃ নাঈম হোসেন (শাল্লা প্রতিনিধি) : কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায়  শাল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আজ ১৪ আগস্ট (বুধবার) শাল্লা  উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশুর সঞ্চালনায় কোটা সংস্কার, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় জেলা বিএনপির উপদেষ্টা দিরাই-শাল্লা সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড: তাহির রায়হান চৌধুরী পাবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ  সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।