শাল্লায় বাপাউবো’র গণ শুনানী


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন /
শাল্লায় বাপাউবো’র গণ শুনানী

হাবিবুর রহমান হাবিব, শাল্লা সুনামগঞ্জ থেকে : শাল্লা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দাউদপুর ভূমি অফিস প্রাঙ্গণে ২ ডিসেম্বর শনিবার চলতি বোরো মৌসুমের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য কৃষকদের নিয়ে গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) রিপন আলী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সোনালী ব্যাংক শাল্লা শাখা ম্যানেজার দেবব্রত মিত্র, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আন নোমান, শাল্লা থানার এসআই মোঃ শাহিন হোসেন।

বক্তাগণ উপস্থিত সকলকে পানি উন্নয়ন বোর্ডের নিয়ম কানুন মেনে প্রকল্প গঠনের উপর আলোকপাত করে বিস্তর বক্তব্য রাখেন।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায় এবার শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৬টি হাওরে ১শত কিলোমিটার কাজের সার্ভে করা হয়েছে, হাওর গুলো হল কালিকোটা হাওর, ছায়ার হাওর, বরাম হাওর, উগদল বিল হাওর, বেড়া ঢহড় হাওর, বান্ডা বিল হাওর।

এবার শাল্লায় ১০০ কিলোমিটার দৈর্ঘ্য এ  প্রাথমিক পর্যায়ে ১শত ৩০টি স্কিম প্রস্তুত করা হয়েছে।

এসকল প্রকল্পের কাজ ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু করে ২৮ ফেব্রুয়ারী ২০২৪ এর মধ্যে সমাপ্ত হবে।

অনুষ্ঠানে আটগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা গণ, এলাকার কৃষক ও সহ প্রমুখ গনমান্য ব্যক্তি গণ উপস্থিত ছিলেন।