হাবিবুর রহমান-হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে বিশ্বের মুসলিম সম্প্রদায় কে ঐক্যবদ্ধ হওয়ার দাবীতে শাল্লা উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ১৩ অক্টোবর শুক্রবার জুমার নামাজেরপর থানা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তাওহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়।
উক্ত মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
মাদ্রাসায়ে নূরে মদিনা মুহতামিম মাওলানা জুনায়েদ আহমেদ কাটাখালীর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দামপুর আটপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান, উপজেলা পরিষদ মসজিদের খতিব হাফেজ মাওলানা এনামুল হক, থানা মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কাশেম, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাদের, জামেয়া মুস্তাফিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মোয়াজ্জম আল হুসাইন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরাঈল মুসলমানদের প্রথম কিবলা দখলের পাঁয়তারা করছে। যা সমগ্র মুসলিম সমাজের জন্য দুঃখজনক। ফিলিস্তিনি জনগণের এ দুঃসময়ে সমগ্র মুসলিম সম্প্রদায়কে তাদের পাশে দাঁড়ানো উচিত। বক্তারা বাংলাদেশ সরকারের কাছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
এসময় তাওহিদী জনতার বিশ্বের মুসলিম-এক হও-এক হও, ফিলিস্তিনে হামলা কেন -জাতিসংঘ বিচার চাই, ফিলিস্তিনে হামলা- সইবেনারে বাংলা, ইসলামের শত্রুরা- হুঁশিয়ার সাবধান, মুর্দাবাদ মুর্দাবাদ ইসরাঈল মুর্দাবাদ, নারায়ে তাকবীর-আল্লাহু আকবার ধ্বনির শ্লোগানে সমাবেশ প্রাঙ্গন মুখরিত করে তোলে।
তাছাড়া সমাবেশে দখলদার ইসরাঈল কর্তৃক ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের পক্ষে তীব্র নিন্দা জানানোর কারণে সর্বস্তরের তাওহিদী জনতার পক্ষ থেকে বক্তাগণ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ তাওহিদী জনতা সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :