শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ১৭ আগস্ট বৃহস্পতিবার শাল্লা উপজেলার ছায়ার হাওরের প্লাবন ভূমি, উপজেলা পরিষদের পুকুর, ভূমি অফিসের পুকুর এবং থানার পুকুরে ( রুই, কালিবাউস, মৃগেল এই জাতীয় ) মোট ৩৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ কার্য্যক্রমে শাল্লা উপজেলা চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব, কমিশনার(ভূমি) মোঃ আলাউদ্দিন, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার,জগন্নাথপুর ( জেলা মৎস্য অফিসার সুনামগঞ্জ এর প্রতিনিধি) মোঃ আক্তারুজ্জামান অংশগ্রহণ করেন।
এছাড়া পোনা অবমুক্তকরণ করার সময় প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :