শাল্লায় নৌকা থেকে বানের পানিতে পড়ে ২৭ বছরের যুবকের মৃত্যু


sylnews24 প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৪, ২:২৯ অপরাহ্ন /
শাল্লায় নৌকা থেকে বানের পানিতে পড়ে ২৭ বছরের যুবকের মৃত্যু

মোঃ নাঈম হোসেন (শাল্লা প্রতিনিধি) সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লায় ধান কিনতে গিয়ে নৌকা থেকে বানের পানিতে পড়ে সুজন দাস (২৬) নামে এক যুবক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল অনুমান সাড়ে ৭টায় উপজেলার হবিবপুর ইউনিয়নের আছানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হওয়া যুবক উপজেলার শাসখাই গ্রামের সরজীবন দাশের ছেলে।

হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য  সত্য ব্রত দাস দ্বিজেন ও হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস বলেন, শুনেছি সুজন দাস নৌকার পিছনে প্রস্রাব  করতে গিয়ে বানের পানিতে পড়ে নিহত হয়েছেন। উনারা আরো বলেন সুজন দাস ও তাঁর বড় ভাই শৈলেন দাস এলাকায় ধানের ব্যবসা করেন।  সকালে আছানপুর গ্রামে ধান কিনতে যান এক পর্যায়ে সুজন নৌকার পিছনে প্রস্রাব করতে গিয়ে নৌকা থেকে বানের পানিতে পড়ে যায়।

সাথে সাথে নৌকায় থাকা লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজির চেষ্টা করলেও সুজনকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করেছেন।

এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে পড়ে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত  বলেন তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।