শাল্লায় ধর্ষক তোফাজ্জলের শাস্তির দাবিতে মানববন্ধন


sylnews24 প্রকাশের সময় : জুন ২১, ২০২৪, ৪:৩১ অপরাহ্ন /
শাল্লায় ধর্ষক তোফাজ্জলের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শাল্লা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকারী তোফাজ্জল হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

২১ জুন শুক্রবার দুপুরে স্থানীয় শ্যামারচর বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,গত ১১ তারিখে যে পৈচাশিক নির্যাতন করা হয়েছে এই  ৪ বছরের শিশুকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের শাল্লার গর্ব বাংলাদেশ পুলিশের প্রধান এর কাছে এই নেক্কারজনক ঘটনার বিচার চাই।

আমরা আশা করবো এই অমানুষ তোফাজ্জলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।তাহলে এ ধরণের অপরাধ করার দুঃসাহস কেউ দেখাবে না।

মানববন্ধনে নির্যাতিত শিশুর চাচা সাবেক ইউপি সদস্য  বলেন,আমার ভাতিজি এই মাসুম বাচ্চার সাথে যে অপকর্ম করেছে আমি তার বিচার চাই।আমার এলাকাবাসী ও দেশবাসীর কাছে দৃষ্টান্ত হোক শিশু ধর্ষণের শাস্তি কি।এমন ঘৃণ অপরাধ ভবিষ্যতে যেন কেউ না করে এমন শাস্তিই দেওয়া হোক।আমার ভাতিজির সাথে যা হয়েছে ভাবলে আমার বুক ফেটে যায়।আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ্য, গত ১১ জুন খাবারের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা করে দৌলতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন(২৫)।এরপর ১২ তারিখ এ ঘটনায় তোফাজ্জল কে আসামি করে শাল্লা থানায় মামলা দায়ের করেন শিশুটির পিতা।