শাল্লায় কৃষকদের মাঝে বোরো উফশী ধানের বীজ ও সার বিতরন


sylnews24 প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ৪:২২ অপরাহ্ন /
শাল্লায় কৃষকদের মাঝে বোরো উফশী ধানের বীজ ও সার বিতরন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২৩-২৪ অর্থবছরে বোরো উফশী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২৫ নভেম্বর শনিবার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন এ বছর ২৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।

একজন কৃষক ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

এবছর সঠিক সময়ে কৃষক প্রণোদনার উপকরণ পাচ্ছেন ফলে কৃষক অনেক খুশি। যা আমাদের মোট উৎপাদন বৃদ্ধি করবে। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা নিজ ব্লকে উপস্থিত থেকে কৃষকদের পরামর্শ প্রদান করছে।

বিতরণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার জনবান্ধন উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব মহোদয় ও শাল্লা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাল্লার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ