শাল্লায় ইঁদুর নিধন অভিযান, কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে সরিষা বীজ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত


sylnews24 প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন /
শাল্লায় ইঁদুর নিধন অভিযান, কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে সরিষা বীজ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ “ইঁদুরের দিন হবে শেষ, গড়ব সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাল্লার আয়োজনে ৮ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ গণ মিলনায়তনে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সেই সাথে “কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে কৃষক প্রশিক্ষণ ও জেলা প্রশাসনের অর্থায়নে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়ন ও তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১শত জন কৃষকে জন প্রতি ১কেজি সরিষা বীজ বিতরণ করা হয়েছে।

উক্ত কার্য্যক্রমে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, এডভোকেট দিপু রঞ্জন দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভূতোষ চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, জবা রাণী দাস, কল্যাণ ব্রুত সরকার, মানবেন্দ্র সরকার সহ এলাকার প্রমূখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি বোরো মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়নে এবার ২১ হাজার ৭শত ১৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে অনেক কৃষক বলেছেন এখন বোরো ধানের বীজ বপনের উপযুক্ত সময়, এসময় সরকারি বীজ পেলে তাদের অনেক উপকার হবে।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন আমরা শীগ্রই প্রনোধনা কর্মসূচির আওতায় বোরো ধানের বীজ প্রদান করব।