বন্যার্তদের জন্য তাওহীদ জুনিয়র ফুটবল একাডেমি দিরাইয়ের শাল্লায় অর্থ সংগ্রহ


sylnews24 প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৪, ২:১৯ অপরাহ্ন /
বন্যার্তদের জন্য তাওহীদ জুনিয়র ফুটবল একাডেমি দিরাইয়ের শাল্লায় অর্থ সংগ্রহ

স্টাফ রিপোর্টার : বন্যার্তদের সহযোগিতার জন্য সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জের তাওহীদ জুনিয়র ফুটবল একাডেমি পার্শ্ববর্তী শাল্লা উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারে অর্থ সংগ্রহ করেছে।

সোমবার, ২৬ আগস্ট (১০ ভাদ্র) তাওহীদ জুনিয়র ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাওহীদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক ফুল মিয়া, এক্সিলেন্ট মিডিয়া টিভির সম্পাদক মো মোশারফ হোসেন এবং তাওহীদ জুনিয়র ফুটবল একাডেমির সদস্য মোস্তাক চৌধুরী, কামরুল ইসলাম, কাজল চৌধুরী, হিফজুর রহমান চৌধুরী, শকিনূর আহমেদ, আলীনূর চৌধুরী, সামায়ন তালুকদার, পারভেজ তালুকদার, তালহা, নাবিল মিয়া ও লিটন মিয়া ব্যবসায়ী ও বিভিন্ন ব্যক্তির নিকট থেকে এই অর্থ সংগ্রহ করেন।

তাওহীদ জুনিয়র ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাওহীদ চৌধুরী জানান, তাদের অনুরোধে যে যা পারেন তাই দিয়েছেন। এই অর্থ নোয়াখালী, ফেনী ও কুমিল্লাসহ বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষের মাঝে বিতরণ করা হবে।
সহযোগিতার জন্যে তিনি অর্থদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।