বঙ্গবন্ধুর সমাধিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন


sylnews24 প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন /
বঙ্গবন্ধুর সমাধিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

সিলনিউজ অনলাইন ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা টুঙ্গিপাড়া পৌঁছালে বঙ্গবন্ধুর মাজারের তত্ত্বাবধায়ক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেখানে তাদের স্বাগত জানান।

এরপর তারা জাতির জনকের মাজারে পুষ্পস্তবক অর্পন করেন। পরে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। তারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতির জনকের আরেক কন্যা শেখ রেহানার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। নেতৃবৃন্দ মাজার কমপ্লেক্সের মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেছেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, উপজেলা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।