ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে শাল্লায় জমিয়তের বিক্ষোভ


sylnews24 প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন /
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে শাল্লায় জমিয়তের বিক্ষোভ

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ১৪ অক্টোবর বাদ জোহর সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

সমাবেশে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ৭৫ বছর ধরে ইসরাইলী সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে জিহাদের মাধ্যমে বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের পতন ঘটাতে হবে। ইসরাইলিদের দম্ভ হুঙ্কার ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা শাখার সভাপতি মাওলানা ইকরাম হোসাইন এর সভাপতিত্বে, ক্বারী মুহিবুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা রুকুনুদ্দীন আল মাহমুদী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আশিকুর রহমান আশীকী, মাওলানা আবু তাহের আল হাবীবী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুল মুত্তালিব, শেখ জামিল, হাফেজ তহুর আহমদ, মোঃ রকিবুল হাসান প্রমূখ।