প্রধানমন্ত্রীর শুভাগমন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রচার মিছিলের কর্মসূচী ঘোষণা


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ৪:৫০ অপরাহ্ন /
প্রধানমন্ত্রীর শুভাগমন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রচার মিছিলের কর্মসূচী ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিলেটে শুভাগমন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রচার মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩ইং) রাত সাড়ে ৯টায় স্থানীয় একটি অফিসে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সম্মিলিতভাবে এই কর্মসূচী ঘোষণা করা হয়।

কর্মসূচীর মধ্যে রয়েছে: মহানগর আওয়ামীলীগ এর উদ্যোগে ১৯ ডিসেম্বর সকাল ১২ টায় রেজিস্টারি মাঠ থেকে প্রচার মিছিল ।

১৮ ডিসেম্বর বিকাল ৩.০০ ঘটিকার সময় রেজিষ্ট্রারী মাঠ থেকে মহানগর শ্রমিকলীগের উদ্যোগে প্রচার মিছিল ।

১৮ ডিসেম্বর বিকাল ৪.০০ ঘটিকার সময় রেজিষ্টারি মাঠ থেকে মহানগর সেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রচার মিছিল ।

১৭ ডিসেম্বর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে দুপুর ২.৩০ ঘটিকার সময় কোর্ট পয়েন্ট থেকে প্রচার মিছিল ।

১৭ ডিসেম্বর বিকাল ৩.০০ ঘটিকার সময় মহানগর আওয়ামীলীগের উদ্যোগে হাফিজ কমপ্লেক্সে মহান বিজয় দিবসের আলোচনা সভা ।

১৬ ডিসেম্বর সকাল ১০.০০ টায় কোর্ট পয়েন্ট থেকে মহানগর আওয়ামীলীগ এর উদ্যোগে রেলি করে শহীদ মিনার ফুল দেওয়া ।
১৬ ডিসেম্বর দুপুর ২.০০ ঘটিকার সময় শহীদ মিনার থেকে মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রচার রেলি ।

১৫ ডিসেম্বর বিকাল ৩.০০ ঘটিকার সময় মহানগর তাতীলীগের উদ্যোগে সুবিদবাজার থেকে প্রচার মিছিল ।

১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় মহানগর যুবলীগের উদ্যোগে আম্বরখানা থেকে প্রচার মিছিল ।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেনের সভাপতিত্বে সভায়
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনিন হোসেন , মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শুয়েব আহমদ , মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শাহানারা বেগম , সাধারণ সম্পাদক আসমা কামরান , মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি , সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার , মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য নাজমুল আলম রোমেন , মহানগর তাঁতীলীগের সভাপতি নোমান আহমদ , সাধারণ সম্পাদক আবুল হাসনাত বুলবুল , মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভ , সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ ।