প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের মিছিল


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন /
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের মিছিল

নিজেস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার পবিত্র পূন্যভূমি সিলেটে ২০ ডিসেম্বর শুভাগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর ২০২৩) দুপুর ১২টায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিকে স্বাগত জানিয়ে রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি রেজিস্ট্রারি মাঠ থেকে বন্দরবাজার কামরান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর শুভাগমন উপলক্ষে বিশেষ জরুরি কাজে চলে যাওয়ার পরবর্তী মিছিলের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী ড.এ কে আব্দুল মোমেন।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আলাওর আনোয়ারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন
পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোঃ সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান , যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ।

মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আজম খান, আব্দুল আহাদ চৌধুরী মিরন, মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, মোঃ শাজাহান, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, জাফর আহমদ চৌধুরী, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, ইলিয়াছ আহমেদ জুয়েল, সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা কানাই দত্ত,মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গিরদার, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক এডভোকেট আব্দুল মালিক, মহানগর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, জুনু মিয়া, সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, আনোয়ার হোসেন আনার, সাজোয়ান আহমদ, আব্দুস ছামাদ শাহেদ, মোঃ ছয়েফ খাঁন, ও সাধারণ সম্পাদবৃন্দ তাজ আহমদ লিটন, সোয়েব বাসিত, মোঃ কুতুবউদ্দিন, জাহিদুল হোসেন মাসুদ, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, ফকরুল ইসলাম আলকাছ, বদরুল হোসেন লিটন, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, গুলজার আহমদ জগলু সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীবৃন্দ।