নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : শাল্লায় সামছুল হক চৌধুরী


sylnews24 প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন /
নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : শাল্লায় সামছুল হক চৌধুরী

হাবিবুর রহমান হাবিব শাল্লা-(সুনামগঞ্জ) : আধুনিক বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে স্মার্ট দিরাই শাল্লা গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী দিরাই শাল্লার গণমানুষের পরিক্ষিত বন্ধু, মুজিব আদর্শের লড়াকু সৈনিক, এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ১/১১ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র মুক্তি আন্দোলনের আপোষহীন সাবেক ছাত্রনেতা, দৌলতপুর আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের অবৈতনিক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমইটির সাবেক সদস্য দিরাই শাল্লা গণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, অসংখ্য প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা, বিভিন্ন উন্নয়নের রূপকার, সুস্থ রাজনীতির আদর্শ, সত যোগ্য-নিষ্ঠাবান, গরীব-দুঃখী মেহনতী মানুষের বন্ধু, বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবক যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি ডক্টর মোঃ সামছুল হক চৌধুরী ২১ অক্টোবর শনিবার শাল্লা উপজেলার বিভিন্ন দূর্গা পুজা মান্ডব পরিদর্শন করেন।
এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা সদরস্থ কালী মন্দীর অনুষ্ঠিত পূজামণ্ডপ পরিদর্শন কালে তিনি বলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী আমরা অনেকেই আছি, নৌকা মাননীয় প্রধানমন্ত্রী দেবেন, নৌকা প্রতীক যিনিই পান আমাদের সবাইকে নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিধু ভূষণ রায়, জাতা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি তালুকদার, ঘুঙ্গিয়ার গাঁও বাজার কমিটির সভাপতি মহিতুষ দাশ, সাধারণ সম্পাদক সুবীর সরকার পান্না, পুজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ প্রমুখ লোকজন উপস্থিত ছিলেন।