নবীগঞ্জে মুক্তিযোদ্ধা শাহ মশাহিদ আলীকে সংবর্ধনা


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৪, ১:০৭ অপরাহ্ন /
নবীগঞ্জে মুক্তিযোদ্ধা শাহ মশাহিদ আলীকে সংবর্ধনা

শাহ আলমগীর, সিলেট থেকে  : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক লন্ডন প্রবাসী শাহ মশাহিদ আলীর সংবর্ধনা অনুষ্ঠান ২রা ডিসেম্বর রোজ সোমবার বিকালে ২ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন পত্রিকা সম্পাদক ও প্রকাশক বৃটেনের সাবেক কাউন্সিলর সৈয়দ আখতারুজ্জামান মিজানের সভাপতিত্বে কবি ও লেখক শাহ আলমগীরের সঞ্চালনায় ইনাতগঞ্জ বাজার সংলগ্ন শাহ মশাহিদ ‍আলীর বিশাল খামার বাড়িতে (প্রজেক্টে) সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, প্রবীণ সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম, নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের আহবায়ক কারী আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম নাহিদ, সদস্য সচিব বাদল আহমেদ সহ আরো অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে অতিথি প্রত্যেকেই সরকারী মুক্তিযোদ্ধা গেজেট তালিকায় বৃহত্তর সিলেট তথা হবিগঞ্জে এই পর্যন্ত বেঁচে থাকা বীর মুক্তিযোদ্ধা শাহ মশাহিদ আলীর নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন একজন সৎ সাহসী প্রকৃত মুক্তিযোদ্ধার নাম তালিকায় না থাকা জাতির জন্য চরম লজ্জার কারণ বটে। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের প্রতি অতি দ্রুত সুনজর দেয়ার জন্য উক্ত সংবর্ধনা অনুষ্ঠান হতে উদাত্ত আহ্বান জানানো হয়। পরিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে সংবর্ধিত ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শাহ মশাহিদ আলী মুক্তিযুদ্ধে তাঁর নয় মাসের রক্তিম দিনগুলো নিয়ে অনেক স্মৃতিচারণ করে বলেন, কোন প্রতিদান নয় মুক্তিযোদ্ধা গেজেটে নাম অন্তর্ভূক্তি আমার অধিকার। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম বলেই জাতিরাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু আমরা স্বাধীনভাবে দাঁড়িয়ে আছি। তিনি আরো বলেন, ভারতের লোহারবন্দে ট্রেনিং শেষে দেশে ফিরে মুক্তিযোদ্ধের ৪নং সেক্টর কমান্ডার মেজর সিআর দত্তের অধিনে সিলেটের বিভিন্ন অঞ্চলে সম্মুখ যুদ্ধে আমি অন্যতম ভূমিকা পালন করে দেশ স্বাধীনে অবদান রাখতে পেরে মহান রবের নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।

বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠান শেষে অতিথি সবাইকে নিয়ে নিজ খামারের সুস্বাদু হরেক প্রকারের মাছ ও মাংসের রান্না করা খাবার দিয়ে মধ্যান্নভোজের আয়োজন শেষে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।