ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল


sylnews24 প্রকাশের সময় : মে ২, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন /
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২মে) ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার কার্যালয়ের তথ্য অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত ১৭ জন প্রার্থী ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, আব্দুল ওয়াহিদ মজনু, রফিকুল ইসলাম, আওলাদ আলী রেজা, মোঃ মাহমুদ আলী ও আমজাদ আলী।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আব্দুল জব্বার খোকন, শহিদুজ্জামান শিপলু, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইজাজুল হক রনি, মোঃ নজরুল ইসলাম, মোঃ আফজাল হোসেন, আতাউল হক, মোঃ আব্দুস সামাদ ও রাকিব আহমদ।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন একজন প্রার্থী- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম মনোনয়ন পত্র দাখিল করেন। এ পদে আর কেউ মনোনয়ন পত্র দাখিল করেন নি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ৫ মে মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১৩ মে।