ছাতক অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন-কে ফুলেল শুভেচ্ছা জানালো আলী বাহার জগিং ক্লাব


sylnews24 প্রকাশের সময় : জুন ১৭, ২০২৩, ৯:১০ অপরাহ্ন /
ছাতক অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন-কে ফুলেল শুভেচ্ছা জানালো আলী বাহার জগিং ক্লাব

 

নিজেস্ব প্রতিবেদক:সমতা স্কুল এন্ড কলেজের প্রভাষক, আলী বাহার জগিং ক্লাবের অন্যতম সদস্য, বহু সামাজিক সংগঠনের কর্ণধার, সামাজিক ব্যক্তিত্ব প্রভাষক মোশাররফ হোসেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলী বাহার জগিং ক্লাবের নেতৃবৃন্দ ৷

১৭ জুন (শনিবার) সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ চিলি চাইনিজ রেষ্টুরেন্টে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আলী বাহার জগিং ক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ছাতকের কৃতি সন্তান আমেরিকার মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকসুদ মিয়া, আলী বাহার জগিং ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ, এডভোকেট আলা উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শফিক নূর, ডাক্তার ইমরান আহমেদ,সাবেক মেম্বার সাইমুম হোসেন, কবির আহমেদ, মোহাম্মদ আব্দুর রশিদ, ময়নুল হক, বুরহান উদ্দিন, আলী আকবর, নেসার আলম শামিম, নাজমুল রাজু, গাজী জাবের, মাসুদ আহমেদ ফারুক, ইমাম হাসান, আব্দুল কাইয়ুম, ফয়েজ আহমেদ, রাসেল আহমেদ, লোকমান হোসেন, নজরুল হোসেন, রাসেল আহমেদ দিপু, সুহেল আহমেদ, এনকে সোহেল প্রমুখ।

ছাতক অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন বলেন, সভাপতির মতো অতি গুরুত্বপূর্ণ পদে যারা আমাকে নির্বাচিত করেছেন, তাদের সকলের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ। আলী বাহার জগিংক্লাবের ভালোবাসার কাছে আমি ঋণী।

মোশাররফ হোসেন বলেন আমি ছাতক অনলাইন প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যেতে চাই অনন্য উচ্চতায়।
অনলাইন প্রেসক্লাব যাতে সব মানুষের আশ্রয়স্হল হয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি আন্তরিক থাকব। অনলাইন সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করে যাব।
তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।