চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসছে : মির্জা ফখরুল


sylnews24 প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৩, ৩:১০ অপরাহ্ন /
চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার যে আন্দোলন হবে তা হবে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন। এটা হবে নাগরিকার অধিকার ফিরে পাওয়ার আন্দোলন।

আজ বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, সরকার ক্ষমতাকে নিজের হাতে রাখার জন্য সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন করেছে। এতে প্রমাণিত হয় এবারও তারা ভোটের অধিকার হরণের পায়তারা করছে।

বিএনপির আন্দোলন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, লক্ষ্য একটাই, এ সরকারের পদত্যাগ। অবিলম্বে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসবে বলেও জানান তিনি।