হাবিবুর রহমান হাবিব, শাল্লা ( সুনামগঞ্জ) : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরস্থ শাল্লা থানা সংলগ্ন শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ২৮শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ জোহর শাল্লা উপজেলা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ১ম বার্ষিক সীরাতুন্নবী (সঃ) মহা সম্মেলন অনুষ্ঠিত।
সীরাতুন্নবী সম্মেলনে উস্তাদুল আসাতিজা, সুনামগঞ্জের সুনামধন্য সাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান দাঃ বাঃ প্রধান অতিথির বক্তব্য নবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে বলেন আমার নবী পেয়ারা নবী, আমার নবী রহমতের নবী, আমার নবী কে পাথর চিনত, গাছপালা বৃক্ষ রাজি চিনত, জ্বীন ও চিনত।
আমার নবী ছিলেন সূর্যের চেয়ে ও উজ্জ্বল, আমার নবী ছিলেন রাহমাতুল্লিল আলামিন, আমার নবী ছিলেন বিশ্ব মানবতার দ্রুত, আমার দয়াল নবী ছিলেন সমস্ত জ্বীন-পরী মানুষ সহ সমস্ত দুনিয়া তথা সকল সৃষ্টির জন্য রহমত।
উক্ত সীরাতুন্নবী সম্মেলনে তিনি ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের উপর আলোচনা করে সকল কে আল্লাহ ও রাসূলের বিধান মেনে ইসলামের আলোয় জীবন যাপনের লক্ষ্যে ইহকাল ও পরকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
শাল্লা উপজেলা উলামা পরিষদের সভাপতি ও নায়েবে মুহতামিম জামেয়া মোস্তাফিয়া শাল্লা এর সভাপতি মাওলানা মোয়াজ্জম আল হুসাইন এর সভাপতিত্বে ও অত্র উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহতামিম, শ্রীধরপাশা টাইটেল মাদ্রাসা, জগন্নাথ পুর – সুনামগঞ্জ হযরত মাওলানা মুফতী হোসাইন সারোয়ার।
এছাড়া অত্র সীরাতুন্নবী সম্মেলনে স্থানীয় উলামায়ে কেরামগণ ঈমান ও আমলের উপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
আপনার মতামত লিখুন :