নিজেস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল ও সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আবারও সাধারণ সম্পাদক ও সদস্য নির্বাচিত হওয়ায় তারা সহ নবনির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবনির্বাচিত সকল সদস্যবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত সকল সদস্যবৃন্দের নেতৃত্ব ও সহযোগিতায় সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি অতীতের মতোই সুন্দর ও চমৎকারভাবে এগিয়ে যাবে। মানবতার কল্যাণে কাজ করবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ অসহায় ও দুস্ত মানুষের পাশে দাঁড়াবে। রেড ক্রিসেন্টের সেবার মনোভাব অব্যাহত থাকবে সেই প্রত্যাশা নেতৃবৃন্দ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :