স্মার্ট দিরাই-শাল্লা গঠনে নৌকায় ভোট দিন : আল-আমিন চৌধুরী


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৩, ১:৫০ অপরাহ্ন /
স্মার্ট দিরাই-শাল্লা গঠনে নৌকায় ভোট দিন : আল-আমিন চৌধুরী

হাবিবুর রহমান-হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী) দিরাই-শাল্লা উপজেলার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগে ব্যাস্ত সময় পার করছেন। ২৫ ডিসেম্বর সোমবার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজ গাঁও বাজারে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য  তিনি বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার,  আওয়ামীলীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক উন্নয়ন হয়েছে।   আমাদের দিরাই-শাল্লা আজ ও এক অবহেলিত জনপদ,  এই জনপদের তৃণমূলের মানুষগুলো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ সহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড থেকে এখনো রয়েছে অনেক পিছিয়ে। দিরাই-শাল্লা বাসীর প্রাণের দাবি দিরাই-শাল্লা সড়ক,  স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তা পূর্নাঙ্গ  হয়নি। আপনারা নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করুন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।  তিনি আরো বলেন নেতা নই দিরাই-শাল্লার সেবক হতে চাই, আপনাদের সুখে দুঃখে পাশে থেকে এ এলাকার উন্নয়ন করতে চাই, প্রতিহিংসা নয়, কথা দিলাম পিছিয়ে পড়া এই জনপদকে উন্নয়ন করে, আওয়ামীলীগের নেতৃত্বে জ্ঞানের দীপশিখা জ্বালিয়ে একটি সুন্দর ও শান্তিময় স্মার্ট দিরাই-শাল্লা গঠন করা হবে। এছাড়াও তিনি শাল্লা উপজেলার আটগাওঁ ইউনিয়নের রাহুতলা, আটগাঁও, নিজগাও , ইয়ারাবাদ ,বাজারকান্দি, শরিফপুর , কাশিপুর, মাহমুদনগর, সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় দিরাই-শাল্লা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতা কর্মী সহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।