হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) : ২০২৩-২৪ অর্থ বছরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৯-৩০ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার ২ দিন ব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ বিমল চন্দ্র সোম প্রধান অতিথির বক্তব্য বলেন আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি কৃষি সমৃদ্ধ দেশ, সততার সাথে পরিশ্রম করে কৃষির মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি। মনে রাখবেন যিনি পরিশ্রম করেন মহান সৃষ্টিকর্তা ও উনাকে ভাল বাসেন।
আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন কোথাও এক ইঞ্চি আবাদি জমিও যেন পতিত না থাকে।সোনার বাংলাদেশ গড়তে হলে আধুনিক কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) ওসমান মজুমদার।
শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার এর সার্বিক ব্যবস্থপনা ও পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় এলাকার প্রমূখ কৃষক কৃষাণী প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সবজি ও ফলের চারা বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :